
প্রকাশিত: Tue, Jan 23, 2024 12:17 AM আপডেট: Tue, Jul 1, 2025 7:48 PM
[১]অযোধ্যায় রামমন্দির উদ্বোধন, মোদি বললেন তাঁবুতে নয় রামলালা এখন থাকবেন মন্দিরে
রাশিদুল ইসলাম: [২] রামমন্দির উদ্বোধন করেই ১১ দিনের উপবাস ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার হাতে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। মুখ্য যজমানের আসনে ভারতের প্রধানমন্ত্রীকে বসিয়ে দেশটির সময় দুপুর ১২টা ২৯ মিনিট ৪ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যে রামের মূর্তি উন্মোচিত করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] মোদি বলেন, ‘বহু শতাব্দী অপেক্ষার পর আমাদের মাঝে এলেন রাম। আমাদের রামলালা আর তাঁবুতে থাকবেন না, এবার মন্দিরে থাকবেন। অনেক কিছু বলার আছে। কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। এই ক্ষণ অলৌকিক, পবিত্র। নতুন ইতিহাসের সূচনা হল। রামের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। ২২ জানুয়ারি শুধু একটা তারিখ নয়, একটা কালের সূচনা। একটা দৈবিক অনুভূতি হচ্ছে। অনেক কথা বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ।’
[৪] কৃষ্ণপাথরে তৈরি রামলালা মূর্তি সেজেছে ফুল ও সোনা-হীরের অলঙ্কারে, কপালে তিলক। ভারত জুড়ে রাম ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয় রামমন্দির উদ্বোধনের নানা ধর্মীয় আচার। সব শেষে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। অনুষ্ঠানের পর মন্দির দর্শনের জন্য খুলে দেওয়া হয়।
[৫] মূল বিগ্রহ পুজোর পরই কষ্টি পাথরের তৈরি নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়। তাতে মুখ্য যজমানের আসনে বসে পুজো দেন। এদিন সকাল পর্যন্ত বিগ্রহের চোখ সোনালি হলুদ কাপড় দিয়ে বাঁধা ছিল। পুজো শুরু হতেই তা খুলে দেওয়া হয়। বিগ্রহকে প্রতীকী স্নান করানোর পর, তার পর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ভগবান রামের নতুন বিগ্রহের।
[৬] রামলালার মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা, চওড়া ৩ ফুট। ওজন প্রায় ২০০ কেজি। ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে। কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ। মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতারমৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। মূর্তির একদিকে হনুমান ও অপর দিকে গরু। শুধু তাই নয়, মূর্তির যে মুকুট রয়েছে তাতে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা রাখা হয়েছে। মূর্তির প্রধান বিশেষত্ব হল, একটি কৃষ্ণশিলা দিয়ে তৈরি। সম্পাদনা: সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
